বিএফসির খাবার, গ্লোরিয়া জিনসের কফি ইভ্যালিতে

বাংলাদেশের ফুড চেইন বেস্ট ফ্রাইড চিকেন (বিএফসি) ও অস্ট্রেলিয়া ভিত্তিক চেইনশপ গ্লোরিয়া জিনস কফিসের পণ্য পেতে অর্ডার দেওয়া যবে ইভ্যালিতে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2020, 10:59 AM
Updated : 4 July 2020, 10:59 AM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি।

গ্লোরিয়া জিনস কফিস এবং বেস্ট ফ্রাইড চিকেনের (বিএফসি) সঙ্গে এই সংক্রান্ত চুক্তি হয়েছে বলে ইভ্যালি জানিয়েছে।

চুক্তি অনুযায়ী গ্লোরিয়া জিনস কফিস বাংলাদেশের তিনটি শাখা থেকে খাবার অর্ডার করতে পারবেন গ্রাহকরা।

গুলশান এলাকার জন্য গুলশান-১ ও ২ শাখা এবং ধানমণ্ডি এলাকার জন্য ধানমণ্ডি শাখা থেকে অর্ডার করা যাবে।

আর ঢাকার বিএফসি’র ১৭টি শাখার খাবার অর্ডার করা যাবে ইভ্যালিতে।

ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন গ্লোরিয়া জিনস কফিসের পক্ষে নাভানা ফুডস লিমিটেডের হেড অব বিজনেস এফ এম মুরশেদ এলাহীর সঙ্গে এবং বেস্ট ফ্রাইড চিকেনের (বিএফসি) পক্ষে এর পরামর্শক আশরাফ উদ দৌলার সঙ্গে চুক্তিপত্রে সই করেন।

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, “মানুষদের এই সময়ে যত বেশি সম্ভব ঘরে থাকা উচিত। তবে ভোজনরসিক বাঙালিদের সপরিবারে খাওয়া দাওয়ার করার সংস্কৃতি বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও বটে। যথাযথ স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে ‘কনট্যাক্ট লেস’ উপায়ে গ্রাহকদের সেই সেবাটি দিতেই কাজ করছে ইভ্যালি।”