বেসিক ব্যাংকের ইসলামপুর শাখা অবরুদ্ধ

শাখা ব্যবস্থাপকসহ নয় কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের পুরান ঢাকার ইসলামপুর শাখা অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2020, 11:47 AM
Updated : 1 June 2020, 11:47 AM

ওই শাখার সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোভিড-১৯ মহামারীর এই পরিস্থিতিতে ইসলামপুর শাখার কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহকদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে রোববার থেকে শাখাটি ‘লকডাউন’ করা হয়েছে।

ওই শাখার ব্যবস্থাপক নজরুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট নয়জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

নজরুল ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আমাদের ব্যাংকের মোট ২২ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫ জন সুস্থ হয়ে উঠেছেন।”

এদিকে বেসিক ব্যাংকের শাখা তদারকি বিভাগের উপ মহাব্যবস্থাপক মাহাবুবুল আলম স্বাক্ষরিত এক পরিপত্রে গ্রাহকদের ইসলামপুরের পাশের কোনো শাখায় প্রয়োজনীয় লেনদেন করতে অনুরোধ করা হয়েছে।