রোজা সামনে রেখে বিএসএফআইসির চিনি বিক্রি শুরু

আসন্ন রোজা উপলক্ষে চিনি বিক্রি শুরু করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 11:47 AM
Updated : 21 April 2020, 11:48 AM

মঙ্গলবার বিএসএফআইসি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নির্ধারিত দরে বিএসএফআইসির ১৫টি চিনিকল থেকে প্রতি টন ৬০ হাজার টাকা দরে বস্তাজাত চিনি ফ্রি-সেলে বিক্রি করা হচ্ছে।

এছাড়া সংস্থার তালিকাভুক্ত ডিলারদের একই দরে চিনি দেওয়া হচ্ছে।

বিভিন্ন কারণে গত প্রায় দুই মাস ধরে খোলা বাজারে চিনি বিক্রি বন্ধ রেখেছিল বিএসএফআইসি। রোজায় ব্যাপকভিত্তিক বিপণনের জন্যই বিক্রি বন্ধ রাখা হয়েছিল বলে করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন।

ঢাকা মহানগরীতে আগোরা, স্বপ্ন, মীনাবাজার, সিএসডি, প্রাণ ইত্যাদি সুপারশপগুলোতে এক কেজি চিনির প্যাকেট ৬৫ টাকায় সরবরাহ করা হচ্ছে। সেই সঙ্গে ঢাকার দিলকুশায় অবস্থিত চিনিশিল্প ভবনের বেজমেন্টে বিক্রয় কেন্দ্রে চিনি পাওয়া যাচ্ছে।

এছাড়া আখচাষীদের প্রাপ্য এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সামরিক ও বেসামরিক বাহিনীর চাহিদার চিনিও সরবরাহ করা হচ্ছে।

ভোক্তারা যাতে নির্ধারিত মূল্যে চিনি কিনতে পারেন সেজন্য বিএসএফআইসি বাজারে এর দর মনিটরিং করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

করোনাভাইরাসের বিস্তারের কারণে দেশব্যাপী হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা ব্যাপক বৃদ্ধির প্রেক্ষিতে বিএসএফআইসির প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি গত ২৩ মার্চ থেকে এই স্যানিটাইজার বাজারজাত করছে।

হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের ধারাবাহিকতায় কেরু জৈব সার 'সোনার দানা' ও ভিনেগারও ব্যাপক হারে উৎপাদন ও বাজারজাত করছে।

চিনিশিল্প ভবনের বিক্রয় কেন্দ্রে চিনির পাশাপাশি এসব পণ্যও পাওয়া যাচ্ছে।