প্রধানমন্ত্রীর তহবিলে ২ কোটি টাকা দিল রূপায়ণ গ্রুপ

মাহামারী নভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান দিয়েছে রূপায়ণ গ্রুপ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2020, 08:56 AM
Updated : 6 April 2020, 08:56 AM

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক তুলে দেন রূপায়ণ গ্রূপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন এবং গ্রুপের আরেক ভাইস চেয়ারম্যান ও দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক এবং এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খাঁন রাতুল।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে কথা বলেন মাহির আলী খাঁন রাতুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল আগেও দেশের ক্রান্তিলগ্নে মানুষের জন্য কাজ করেছেন। বর্তমানে এবং ভবিষ্যতেও  দেশের যে কোন প্রয়োজনে কাজ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।

তার এমন বার্তা ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন মাহির আলী খাঁন।