পর্যটনের জন্যও প্রণোদনার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনায় পর্যটনের প্রান্তিক জনগোষ্ঠীর অগ্রাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন ও বাংলাদেশ ট্যুরিজম অ্যাক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশন-বিটিইএ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 04:33 PM
Updated : 5 April 2020, 04:33 PM

করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রীর প্রণোদনা ঘোষণাকে স্বাগত জানিয়ে রোববার এক ভিডিও বার্তায় দেওয়া যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান ও বাংলাদেশ ট্যুরিজম অ্যাক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর।

বিবৃতিতে বলা হয়, “মাননীয় প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত বাংলাদেশের অর্থনীতির জন্য ৭২ হাজার ৭৫০ কোটি টাকার যে প্রণোদনা ঘোষণা করেছেন, তা বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বাংলাদেশের পর্যটন শিল্পকে তার দৃষ্টিগোচর করতে চাই।”

সারা পৃথিবীর মতো বাংলাদেশের পর্যটন শিল্পও নাজুক অবস্থার শিকার হওয়ার কথা তুলে ধরে তারা বলেন, “একে ঘুরে দাঁড় করাতে হলে ২০২১ সালের জুন মাস পর্যন্ত যে কোনো উপায়ে বাঁচিয়ে রাখতে হবে।

“কেননা, এই শিল্প প্রায় সাড়ে ১৮ লক্ষ কর্মীর কর্মপ্রচেষ্টায় আমাদের জিডিপিতে ২০১৯ সালে ৭৭ হাজার ৩০০ কোটি টাকার অবদান রেখেছে এবং পর্যটন রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করেছে ২ হাজার ৮০০ কোটি টাকারও বেশি।”

এই শিল্পকে রক্ষার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে তোলার উদ্দেশ্যে আগামী জুন ২০২১ পর্যন্ত প্রণোদনা ঘোষণা করতে বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন ও বাংলাদেশ ট্যুরিজম অ্যাক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে পাঁচটি উপায় তুলে ধরে তা বাস্তবায়নের  দাবি তোলা হয়।