২০ হাজার পরিবারকে খাদ্য দেবে আব্দুল মোনেম গ্রুপ

মহামারী নোভের করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের কারণে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2020, 12:13 PM
Updated : 3 April 2020, 12:13 PM

দেশের ২০ হাজার পরিবারকে ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করেছে প্রাতিষ্ঠানটি।

বৃহষ্পতিবার রাজধানীর মিরপুর সরকারি বাংলা স্কুলে কার্যক্রমের সুচনা হয়। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা শহরেও এই কার্যক্রম শুরু হবে। ত্রানের প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, লবন ছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।

এই কার্যক্রমের সর্বাঙ্গিক সহযোগিতা করছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশ।

শুক্রবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা বিশ্বে মহামারী রূপ ধারন করা করোনাভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষা পায়নি বাংলাদেশের মানুষ। এই পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে নিম্নবিত্ত মানুষের আয়-রোজগারের পথ। এ অবস্থায় ত্রান সামগ্রী তাদের বেছে থাকার একমাত্র পথ।

“এরই ধারাবাহিকতায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে আব্দুল মোনেম লিমিটেড।”

ত্রাণ বিতরন কার্যক্রমে আব্দুল মোনেম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ইগলু‘র গ্রুপ সিইও জি এম কামরুল হাসান এবং ঢাকা মেট্রোপলিটান পুলিশের মিরপুর রেঞ্জের এডিসি মাহমুদা আফরোজ লাকি।