ক্রেতা নেই, বিপণি বিতান বন্ধের সিদ্ধান্ত

নভেল করোনাভাইরাস সংক্রমণ এড়াতে মানুষের বাইরে যাওয়া কমে যাওয়ায় বিপণি বিতানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2020, 02:17 PM
Updated : 22 March 2020, 02:17 PM

২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে নিত্যপণ্য ছাড়া অন্যান্য পণ্যের বিপনি বিতানগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

রোববার মালিক সমিতির নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়।

হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের প্রভাবে ইতোমধ্যেই দোকানে ক্রেতা আসা কমে গেছে। উল্টো সেখানে ফ্যান, লাইনসহ অন্যান্য ইউটিলিটি চলছে। সমিতি তাই নিজেদের মধ্যে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে।”

তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, যেমন মুদি দোকান, ওষুধের দোকান, খাবারের দোকান চালু থাকবে বলে জানান তিনি।

কভিড-১৯ রোগ বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়ার পর দেশেও সংক্রমণ ঘটায় সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতসহ বিভিন্ন অফিসে কাজও সীমিত করে আনা হয়েছে।

সংক্রমণ এড়াতে জনসমাগম ঘটানোর মতো অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। জনসমাগম ও পাবলিক পরিবহন এড়াতে বলা হয়েছে সবাইকে।