সবচেয়ে বড় কেকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্মদিন পালন

আনন্দঘন পরিবেশ আর প্রাণ খোলা হাসি নিয়ে দেশের সবচেয়ে বড় কেক কেটে জন্মদিন পালন করেছে একদল সুবিধাবঞ্চিত শিশু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2020, 06:40 PM
Updated : 27 Feb 2020, 06:40 PM

নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশের এমন ভিন্নধর্মী আয়োজনে পথশিশুরা একইসঙ্গে পেয়েছে জন্মদিনের উপহার।

গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এমন আয়োজনে শিশুদের জন্য ছিল নানা বিনোদন উপকরণ।

সকাল সাড়ে ১০টায় ডিপ্লোমা দিয়ে তৈরি ৬২০ পাউন্ডের কেকটি ডিসপ্লে’র মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

কেক কাটার পাশাপাশি শিশুদের জন্য আকর্ষণ হিসেবে ছিলো ম্যাজিক শো, বিভিন্ন গেমসসহ আরও অনেক আয়োজন।

টিকেসিআইয়ের সহযোগতিায় এ আয়োজনে শিশুদের সামনে হাজির করা হয় দেশ বরেণ্য শেফদের তৈরি ৬২০ পাউন্ডের ওজনের এই কেক। ডেজার্ট তৈরিতে ব্যবহার হয় ডিপ্লোমা দুধ।

অনুষ্ঠানের অতিথি ছিলেন নিউজিল্যান্ড ডেইরির ব্যবস্থাপনা পরিচালক এসএ মল্লিক এবং মায়ের আঁচল শেলটার হোমসের চেয়ারম্যান ক্রিচিয়ান রেয়মন্ড।

অনুষ্ঠানে এসএ মল্লিক বলেন, “এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মনে যদি সামান্য আনন্দের যোগান দিতে পারি তবেই আয়োজন স্বার্থক হবে।”