হাবের নেতাদের সঙ্গে এসআইবিএলের মতবিনিময়

হজযাত্রীদের সব ধরণের ব্যাংকিং সুবিধা দিতে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন এসআইবিএলের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2020, 05:12 PM
Updated : 22 Feb 2020, 05:12 PM

শনিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই সভা হয়। অনুষ্ঠানে হজ এজেন্সি মালিকরা হজ যাত্রীদের ব্যাংকিং সেবা সহজ করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম।

অন্যদের মধ্যে হাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদার, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) মহাসচিব মাজহারুল এইচ ভুঁইয়া এবং এআইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম উপস্থিত ছিলেন।