ইউএস-বাংলার বহরে নতুন উড়োজাহাজ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নতুন যুক্ত হওয়া ৭২-৬০০ এটিআর মডেলের উড়োজাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2020, 07:45 PM
Updated : 9 Feb 2020, 07:45 PM

রোববার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই নতুন এয়ারক্রাফটটি উদ্বোধন হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭২ আসনের এয়ারক্রাফটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের উপদেষ্টা সিকদার মেজবাহউদ্দিন আহমেদ।

২০১৪ সালের ১৭ জুলাই দু’টি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলার যাত্রা শুরু হয়। বর্তমানে তাদের বহরে মোট ১৩টি উড়োজাহাজ রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের উপদেষ্টা সিকদার মেজবাহউদ্দিন বলেন, “যাত্রীদের নিরাপত্তা ও আনন্দময় ভ্রমণই আমাদের একমাত্র লক্ষ্য।”

নতুন উড়োজাহাজ উদ্বোধনের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরিচালক (ফ্লাইট অপারেশন) মনিরুল হক জোয়ারদার, পরিচালক (প্রশাসন) মুসা মোল্লাহ, হেড অব ট্রেনিং মসিউল আজম, জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন) মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।