নগদের সঙ্গে লেকবাজারের চুক্তি

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর সঙ্গে চুক্তি করেছে অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম লেকবাজার ডটকম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2020, 04:49 PM
Updated : 15 Jan 2020, 04:49 PM

চুক্তির ফলে লেকবাজারে কেনাকাটায় নগদের অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করা যাবে।

নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

‘নগদ’-এর চিফ সেলস অফিসার (সিএসও) শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ’ লেকবাজার ডটকমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মানুষের সেবা প্রদানের কাজে সম্পৃক্ততা বাড়াল।

অনুষ্ঠানে ‘নগদ’-এর হেড অব বিজনেস শিহাব উদ্দিন চৌধুরী, সিনিয়র ম্যানেজার কাজী মনিরুল ইসলাম, লেকবাজার ডটকমের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আরাফাত উপস্থিত ছিলেন।

মাত্র ১০ মাসের পথ চলায় ‘নগদ’-এর উদ্যোক্তার সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এ ছাড়া দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (প্রতি হাজারে ১৪ টাকা ৫০ পয়সা) ও ক্যাশ ইনে প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিয়ে গ্রাহকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘নগদ’।