বিজিবি সদস্যদের পাশে মেরিল পেট্রোলিয়াম জেলি

সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের ত্বকের সুরক্ষায় তাদের পাশে দাঁড়িয়েছে স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড মেরিল পেট্রোলিয়াম জেলি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2020, 12:26 PM
Updated : 15 Jan 2020, 12:26 PM

মেরিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচন্ড শীতে প্রতি মুহূর্তে যারা বাংলাদেশের সীমান্তকে সুরক্ষিত রাখেন সেই লাখো বিজিবি সদস্যদের পাশে দাঁড়াতে মেরিল পেট্রোলিয়াম জেলি ‘মিশন সুরক্ষা’ নামে একটি উদ্যোগ নিয়েছে।

বিজিবি সদস্যদের ত্বকের সুরক্ষায় তাদের প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়া হবে ভিটামিন সি সমৃদ্ধ মেরিল পেট্রোলিয়াম জেলি।

সম্প্রতি স্কয়ার টয়লেট্রিজের হেড অফ অপারেশন্স মালিক মোহাম্মাদ সাঈদ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের হাতে প্রতীকী স্বারক তুলে দেন।

অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ এবং বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘দেশের সবাই থাকুক সুরক্ষিত’ মেরিল পেট্রোলিয়াম জেলির ‘মিশন সুরক্ষা’ উদ্যোগের উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।