কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন জাকির হাসান

ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসা জাকির হাসানকে পূর্ণ দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 05:47 PM
Updated : 13 Jan 2020, 05:47 PM

রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২৮ মার্চ থেকে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (মেইনটেন্যান্স) হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থকে স্নাতক পাস করেন জাকির।

এরপর বেসরকারি একটি প্রতিষ্ঠানে সিস্টেমস ইঞ্জিনিয়ার পদে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি।

এরপর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামার পদে দায়িত্ব পালনের পর জাকির ২০০০ সালে মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার পদে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার বিভাগে যোগ দেন।

২০০৫ সালে সিনিয়র মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার পদে, ২০১১ সালে প্রিন্সিপাল মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার পদে এবং ২০১৭ সালে চিফ মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার পদে পদোন্নতি লাভ করেন তিনি।