নারায়ণগঞ্জ ও নরসিংদীর পেট্রোল পাম্পে ‘তেল চুরি’

নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকার ছয়টি পেট্রোল পাম্পে তেল চুরির প্রমাণ পেয়েছে রাষ্ট্রীয় মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2019, 04:15 PM
Updated : 4 Dec 2019, 04:15 PM

বুধবার বিএসটিআইয়ের একটি অভিযানিক দল এসব পাম্পে আকস্মিক অভিযান চালায়। পরে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে এসব পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলার পাশাপাশি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বিএসটিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলার বঙ্গবন্ধু সড়ক এলাকার প্রান্তিক সার্ভিস স্টেশনের দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১৪০০ মিলি লিটার এবং ৮২০ মিলি লিটার তেল কম পাওয়া যায়। একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ১০ লিটারে ৯৪০ মিলি লিটার তেল কম পাওয়া যায়।

ফতুল্লার মেসার্স প্রধান সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৪০ ও ২৪০ মিলি লিটার এবং একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ২২০ মিলি লিটার তেল পরিমাপে কম দেওয়া হয়।

নরসিংদী জেলার বেলাবো এলাকার মেসার্স এল এন ভূইয়া অ্যান্ড সন্সের দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪০০ ও ৪৮০ মিলি লিটার, একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৫২০ মিলি লিটার ও একটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ৫৫০ মিলি লিটার তেল কম পাওয়া যায়।

রায়পুরা এলাকার মেসার্স আমিন এন্টারপ্রাইজের তিনটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০, ৩৩০ ও ২৬০ মিলি লিটার, একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৪০০ মিলি লিটার এবং একটি ডুয়েল পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৩৬০ ও ৬৩০ মিলি লিটার তেল কম পাওয়া যায়।

শিবপুর এলাকার মেসার্স শরীফ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৬০ ও ২৭০ মিলি লিটার এবং একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৯১০ মিলি লিটার জ্বালানি তেল কম পাওয়া যায়।

একই এলাকার মেসার্স নাহিদ ফিলিং স্টেশনের একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ১০ লিটারে ২১০ মিলি লিটার জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

বিএসটিআইএ’র মেট্রোলজি বিভাগের উপ-পরিচালক রেজাউল করিম সরকার জানান, নরসিংদীর এই চার প্রতিষ্ঠান ও নারায়ণগঞ্জের দুই পাম্পে জ্বালানি তেল বিক্রয় ও বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাশাপাশি পেট্রোল পাম্প ছয়টিকে ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখার জন্য বিএসটিআই’র পক্ষ থেকে সংশ্লিষ্ট তেল কোম্পানিকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।

বিএসটিআইর অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন নেতৃত্ব দেন। পরিদর্শক লিয়াকত হোসেন ও বিল্লাল হোসেন ছিলেন তার সঙ্গে।