খুলনা রেঞ্জের ট্রাফিক জরিমানাও ইউক্যাশে

খুলনা রেঞ্জের দশ জেলার ট্রাফিক জরিমানাও এখন থেকে ইউক্যাশে দেয়া যাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2019, 04:05 PM
Updated : 26 Nov 2019, 04:05 PM

সোমবার খুলনার রেঞ্জ ডিআইজি অফিসে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি এবং খুলনা রেঞ্জ পুলিশের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, এখন থেকে ইউসিবির মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ইউক্যাশের যে কোনো এজেন্ট পয়েন্ট বা ব্যক্তিগত ইউক্যাশ অ্যাকাউন্টের মাধ্যমে অতি সহজেই ট্রাফিক কেসের ফাইন (জরিমানা) পরিশোধ করা যাবে। 

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি খন্দকার মোহিদ উদ্দিন, এডিশনাল ডিআইজি হাবিবুর রহমান ও এ কে এম নাহিদুল ইসলাম, ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এটিএম তাহমিদুজ্জামানসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সুবিধার আওতায় থাকা জেলাগুলো হল- বাগেরহাট, খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদাহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং সাতক্ষীরা।

রাজধানী ঢাকা ও ঞ্জ আশপাশের জেলা এবং রুংপুর রেঞ্জসহ বিভিন্ন জেলার ট্রাফিক জরিমানা ইউক্যাশে দেয়া যাবে।