ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানা পরিদর্শনে ঢাবির শিক্ষার্থীরা

নরসিংদীতে ফেয়ার ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক ব্যবসায় বিভাগের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 06:09 PM
Updated : 11 Nov 2019, 06:09 PM

শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি শিক্ষার্থীরা কারখানাটি পরিদর্শন করেছে বলে ফেয়ার ইলেকট্রনিক্সের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরিদর্শনের সময় শিক্ষক ও শিক্ষার্থীরা মোবাইল ফোন, টিভি ও রেফ্রিজারেটর কারখানা পরিদর্শন করেন। স্যামসাং পণ্যের উদ্ভাবন ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন।

পরে ছাত্রছাত্রীরা ফেয়ার গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে একটি বিজনেস সেশনে অংশ নেন। বিজনেস সেশন পরিচালনা করেন ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর।

এ সময় আর্ন্তজাতিক ব্যবসায় বিভাগের গেষ্ট ফ্যাকাল্টি ও সিআইআইডির মহাপরিচালক শহিদুল ইসলাম, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

রুহুল আলম আল মাহবুব বলেন, “আমরা বাংলাদেশকে বিশ্বে ডিজিটাল হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনী আইডিয়ার জন্য গবেষণা ও উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছি।”