রংপুর রেঞ্জেও ট্রাফিক ফাইন ইউক্যাশে

রাজধানী ঢাকার মতো রংপুর বিভাগের সাত জেলায় (রংপুর রেঞ্জ) পুলিশের ট্রাফিক জরিমানাও (ফাইন) এখন ইউক্যাশের মাধ্যমে করা যাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 03:20 PM
Updated : 11 Nov 2019, 03:20 PM

গত ৭ নভেম্বর ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড এবং রংপুর রেঞ্জ পুলিশের মধ্যে ট্রাফিক কেস ফাইন পেমেন্ট পরিশোধ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে।

ইউসিবিএলের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এমএফএস এ টি এম তাহমিদুজ্জামান এবং রংপুর রেঞ্জ পুলিশের আওতাধীন সাত জেলার পুলিশ সুপাররা স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

সোমবার ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় ইউক্যাশ অ্যাকাউন্ট থেকে ট্রাফিক কেসের জরিমানা পরিশোধ করা যাবে।

চুক্তি সই অনুষ্ঠানে রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ অন্য ছয় জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।