নগদের সেবা পাবেন টেলিটক গ্রাহকরা

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক গ্রাহকরা এখন থেকে ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ এর সব সুবিধা গ্রহণ করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2019, 12:55 PM
Updated : 10 Oct 2019, 12:55 PM

এই সেবা গ্রহণের জন্য টেলিটক গ্রাহকদের শুধু নগদ অ্যাকাউন্টের পিন সেট করে নিতে হবে।

বৃহস্পতিবার নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ এবং টেলিটক ১ দিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তির আওতায় নিয়ে এসেছে, যা কেবল বাংলাদেশের জন্য একটি মাইলফলক নয় বরং সারা বিশ্বের জন্য একটি রেকর্ড।

চলতি বছরের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ উদ্বোধন করেন।

এ উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারের ফসল হল নগদ। প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং পথপ্রদর্শন নগদকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর।যার সুফল দেশের প্রান্তিক জনগোষ্ঠী ইতিমধ্যেই পেতে শুরু করেছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, টেলিটক বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিনসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।