ওজনে ‘কম দিচ্ছিল’ মতিঝিলের তিন পেট্রোল পাম্প

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর মতিঝিলে তিনটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 01:30 PM
Updated : 9 Oct 2019, 01:30 PM

বুধবার মতিঝিল এলাকায় বেশ কয়েকটি পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালত নিয়ে ওজনে কারচুপি হয় কি না যাচাই করে বিএসটিআই।

তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতিঝিল এলাকার মেসার্স পূবালী ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন এবং মেসার্স এ হাই অ্যান্ড কোং পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিএসটিআইয়ের কর্মকর্তা রেজাউল করিম, সহকারী পরিচালক রাকিবুল আলম এ সময় উপস্থিত ছিলেন।