গার্মেন্টের উন্নয়নে ৬ কোটি ৪০ লাখ ইউরোর প্রকল্প

বাংলাদেশের প্রধান রাপ্তানি পণ্য পোশাক শিল্পকে আরও নিরাপদ এবং কর্মপরিবেশ উন্নত করতে ইউরোপভিত্তিক বিভিন্ন দাতা সংস্থার ঋণ ও অনুদানের অর্থে ৬ কোটি ৪০ লাখ ২৯ হাজার ইউরোর একটি প্রকল্প নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2019, 06:18 PM
Updated : 1 Oct 2019, 06:22 PM

‘প্রোগ্রাম টু সাপোর্ট সেফটি রেট্রফিটস অ্যান্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডস ইন দ্য বাংলাদেশি রেডিমেইড গার্মেন্ট সেক্টর প্রজেক্ট’ (এসআরইইউপি) নামে এই প্রকল্প পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটির আওতায় ৫ কোটি ইউরো কারখানার অগ্নিনির্বাপন ব্যবস্থা, শ্রমিকের নিরাপত্তা ও কর্ম পরিবেশের উন্নয়নে উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে। আর বাকি ১ কোটি ৪০ লাখ ২৯ হাজার ইউরো দিয়ে দেশের পোশাক খাতের উন্নয়নে প্রয়োজনীয় বিষয়গুলোতে অনুদান ও কারিগরি সহায়তা দেওয়া হবে।

ফাইল ছবি

মঙ্গলবার রাজধানীর আমারি হোটেলে এই প্রকল্প উদ্বোধন করা হয়।

ওই অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির আওতায় ঋণ দেওয়ার জন্য যে ৫ কোটি ডলারের তহবিল গঠন করা হয়েছে তা ঋণ হিসেবে যোগান দেবে ফ্রান্সের বৈদেশিক উন্নয়ন সংস্থা-এএফডি।

আর ১ কোটি ৪০ লাখ ২৯ হাজার ইউরো যোগান দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মান দাতা সংস্থা কেএফডাব্লিউ ও জিআইজেড এবং বাংলাদেশ ব্যাংক।