বগুড়ায় ৪ স্কুলে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

বগুড়ায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মাধ্যমে বই পড়া কার্যক্রম সম্প্রসারণ করল বিশ্বসাহিত্য কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2019, 04:23 PM
Updated : 17 Sept 2019, 04:23 PM

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে বই বিতরণের বই পড়া কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বই বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি আমিনুল ইসলাম ভূঁইয়া, বিকাশের হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের বগুড়া শাখার সংগঠক শ্যামল ভট্টাচার্য্য।

দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের ধারাবাহিকতায় এবার বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া জিলা স্কুল, ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাদুড়তলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিকাশ ২০১৪ সাল থেকে এই বই পড়া কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে।

এখন সারা দেশের প্রায় ২০০০ শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় রয়েছে।