ইলেকট্রিশিয়ানের পরিবারকে আর্থিক সহায়তা দিল বিজলী ক্যাবলস

বৈদ্যুতিক দুর্ঘটনায় নিহত এক নিবন্ধিত ইলেকট্রিশিয়ানের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বৈদ্যুতিক তার উৎপাদনকারী প্রতিষ্ঠান বিজলী ক্যাবলস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 10:14 AM
Updated : 14 Sept 2019, 10:14 AM

বৃহস্পতিবার বরিশাল সদরে এক অনুষ্ঠানে নিহত ইলেকট্রিশিয়ান ফয়সাল ডাকুয়ার পরিবারের হাতে চেক তুলে দেন কোম্পানির নির্বাহী পরিচালক এ এস এম হাসান নাসির। চেক গ্রহন করেন নিহতের পিতা আরব আলী ডাকুয়া ও স্ত্রী রোজিনা আক্তার।

ফয়সাল ডাকুয়া বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং বিজলী ক্যাবলসের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান ছিলেন। তিনি চলতি বছরের জুলাইয়ে স্থানীয় হলতা বন্দর বাজারে বৈদ্যুতিক দুর্ঘটনায় প্রাণ হারান।

হাসান নাসির বলেন, বর্তমানে আমাদের ৩৫ হাজার নিবন্ধিত ইলেকট্রিশিয়ান রয়েছে। তাদের জন্য আমরা প্রশিক্ষণ, ভ্রমণ ও আর্থিক সহায়তা দিয়ে থাকি। এরই অংশ হিসেবে আমরা নিহতের পরিবারের পাশে দাঁড়াতে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছি।

অনুষ্ঠানে বিজলী ক্যাবলসের জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ ও জেনারেল ম্যানেজার (বিক্রয়) মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।