বিইউবিটিতে প্রাণের ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভা

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) নতুন উদ্যোক্তা তৈরি ও ক্যারিয়ার উন্নয়নে নানা দিক নির্দেশনা দিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2019, 04:32 PM
Updated : 25 August 2019, 04:32 PM

বিইউবিটির ক্যারিয়ার গাইডেন্স অফিসের আয়োজনে প্রাণ-আরএফএল গ্রুপের এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিইউবিটির ভাইস চ্যান্সেলর মো. আবু সালেহ।

রোববার সকালে বিইউবিটির আর্ন্তজাতিক কনফারেন্স হলে এই আলোচনা সভায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর জীবনীভিত্তিক ‘এক জন আমজাদ খান চৌধুরী’ শীর্ষক একটি ভার্চুয়াল জীবনী প্রদর্শন করে প্রাণ-আরএফএল গ্রুপ।

বিইউবিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণ-আরএফএল গ্রুপের আর্ন্তজাতিক অংশীদারিত্ব বিষয়ক পরিচালক মোহাম্মদ কায়সারুল হক অনুষ্ঠানের প্যানেল আলোচনা পরিচালনা করেন। এতে অংশ নেন গবেষণা সেন্টারের পরিচালক অধ্যাপক সান্তি এন ঘোষ, ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লায়েড সায়েন্সেসের ডিন মোহাম্মদ রুবাইয়াৎ চৌধুরী, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন সৈয়দ মাসুদ হুসেন, কাউন্সেলিং ও ক্যারিয়ার গাইডেন্স পরিচালক মোহাম্মদ মাসুদুর রাহমান। এবং আইন অনুষদের ডিন সৈয়দ সরফরাজ হামিদ।

অনুষ্ঠানে বিইউবিটি ট্রাস্টের সদস্যরা ছাড়াও অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনায় অংশগ্রহণ করেন।