জাতীয় শোক দিবস উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে হামদর্দ ল্যাবরেটরিজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2019, 04:11 PM
Updated : 19 August 2019, 04:11 PM

সোমবার এক অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে সারাদেশে ২৭০টি চিকিৎসা কেন্দ্রে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শোক দিবসের দোয়া ও আলোচনা অনুষ্ঠানে হামদর্দের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী গোলাম রহমান ওই ক্যাম্পের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদার্দের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূইয়া।

এ সময় অন্যদের মধ্যে হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ খান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ টি আহমেদুল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবু তৈয়ব মো. জহিরুল আলম এবং হামদার্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান এবং হামদর্দের উপ-ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন রাসেল উপস্থিত ছিলেন।