ইবিএল-আইইউএসের চুক্তি

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলারসের (আইইউএস ) মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2019, 11:42 AM
Updated : 17 August 2019, 11:42 AM

ইবিএল এর প্রধান কার্যালয়ে এই চুক্তি সই অনুষ্ঠান হয় বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তির আওতায় আইইউএস শিক্ষার্থীরা কোন একাউন্ট বা কার্ড ছাড়াই টিউশন ফি পরিশোধসহ ইবিএল ড্রপবক্সের বিভিন্ন সেবা উপভোগ করবেন। একই সঙ্গে ইউনিভার্সিটির কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকবে ইবিএল পে-রোল ব্যাংকিং সুবিধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএলের কার্ডস ও ডিজিটাল ব্যাংকিং প্রধান আহসান উল্লাহ চৌধুরী এবং আইইউএসের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল পে-রোল ব্যাংকিং প্রধান ইসতিয়াক আহমেদ,ডিজিটাল চ্যানেলস প্রধান আমিন মেহেদী হাসান,আইইউএস বোর্ড ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান অ্যাডমিরাল ফরিদ হাবিব এবং সাধারণ সম্পাদক সালেহ হোসেন।