লাফার্জ উমিয়াম মাইনিং ভারতে পুরস্কৃত

লাফার্জহোলসিম বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান লাফার্জ উমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেড (এলইউএমপিএল) মাইনিং পরিবেশ ও খনিজ সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য ভারতে পুরস্কৃত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2019, 05:19 PM
Updated : 22 July 2019, 05:19 PM

সম্প্রতি ইন্ডিয়ান ব্যুরো অব মাইনস ১০ম মাইনস অ্যান্ড মিনারেল কনজারভেশন উইক ২০১৮-১৯ এর সমাপনী দিনে এই পুরস্কার হস্তান্তর করে বলে লাফার্জহোলসিমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এলইউএমপিএল নিজস্ব সাইটে মাইনিংয়ের মাধ্যমে চুনাপাথর সংগ্রহ করে এবং ১৭ কিলোমিটার দীর্ঘ কনভেয়ার বেল্টের মাধ্যমে সেই চুনাপাথর ছাতকে অবস্থিত সিমেন্ট প্ল্যান্টে পাঠায়।

এই ক্যাটাগরিতে টানা তৃতীয় বারের মতো পুরষ্কার পেল এলইউএমপিএল।

এবারের প্রতিযেগিতায় ১৪টি মাইনিং কোম্পানি অংশগ্রহণ করে। এর মধ্যে স্টার সিমেন্ট, ডালমিয়া ভারত সিমেন্ট, টপসেম সিমেন্ট, বেস্ট সিমেন্ট ও গ্রিন ভ্যালি সিমেন্ট অন্যতম।