তিন ধরনের কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার

আনকাট, বাংলা তোষা রিজেকশন (বিটিআর) এবং বাংলা হোয়াইট রিজেকশন (বিডব্লিউআর)- এই তিন ধরনের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2019, 10:56 AM
Updated : 12 June 2019, 11:07 AM

তিন ধরনের কাঁচা পাট রপ্তানিতে গত বছরের ১৮ জানুয়ারি জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আদেশ জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

পাট আইন ২০১৭ এর ১৩ ধারায় আনকাট, বিটিআর এবং বিডব্লিউআর ক্যাটাগরির কাঁচা পাটের রপ্তানি বন্ধ করেছিল সরকার।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পাটকাঠি থেকে ছাড়ানোর পর আঁশ রোদে শুকিয়ে যে পাট পাওয়া যায় সেটিকে আনকাট বলা হয়, এতে ভালো-মন্দ সব অংশই থাকে।

আর তোষা জাতের পাটের খারাপ অংশটুকুকে বিটিআর এবং সাদা জাতের পাটের খারাপ অংশকে বিডব্লিউআর হিসেবে চিহ্নিত করা হয়।

পণ্যে পাটের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে ২০১৫ সালের ৩ নভেম্বর এক মাসের জন্য সব ধরনের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় সরকার। এর এক মাস পর কাঁচা পাট রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল ২০১৬ সালের ৩ এপ্রিল।

এরপর গত বছর তিন ধরনের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।