পিকমির ভাড়া পরিশোধ করা যাবে বিকাশে

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা পিকমির ভাড়া এখন বিকাশে পরিশোধ করা যাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2019, 05:24 PM
Updated : 10 June 2019, 05:24 PM

সম্প্রতি বিকাশের সঙ্গে পিকমির একটি চুক্তি হয়েছে। বিকাশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাটির চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং পিকমির চিফ এক্সিকিউটিভ অফিসার ওমর আলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিকমি রাইডের পেমেন্ট বিকাশ করতে গ্রাহককে রাইড শেষে পিকমি অ্যাপেই পেমেন্ট অপশন হিসেবে ‘ডিজিটাল পেমেন্ট’ নির্বাচন করতে হবে, যেখানে বিকাশ নির্বাচন করলে বিকাশ পেমেন্ট গেটওয়ে চলে আসবে। সবশেষে বিকাশ একাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড এবং বিকাশ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

বিকাশ বলছে, বিকাশ দিয়ে ভাড়া পরিশোধের সুযোগ যোগ হওয়ায় এখন থেকে পিকমি রাইডের পেমেন্টের জন্য ক্যাশের ওপর নির্ভরতা দূর হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশের হেড অফ টেলিকম এন্ড অনলাইন পেমেন্ট শাফায়েতুল ইসলাম খান, অনলাইন পেমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ফয়সাল শহীদ প্রমুখ।