জিফোরএসের কর্মীদের সুরক্ষা দেবে পিওরইট

ডায়রিয়া ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগ থেকে নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান জিফোরএসের সাড়ে ১৩ হাজার কর্মীকে সুরক্ষা দেবে ওয়াটার পিউরিফায়ার পিওরইট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2019, 05:39 PM
Updated : 2 June 2019, 05:39 PM

ইউনিলিভার বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিফোরএস ও ইউনিলিভার বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে এবং জিফোরএস সিকিউর সলিউশনস প্রাইভেটের ব্যবস্থাপনা পরিচালক সেলিম চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী দেশজুড়ে জিফোরএসের সব অফিস ও ব্যারাকগুলোতে পিওরইট রিভার্স ওসমোসিস পিওরিফায়ার ইনস্টল করা হবে। এতে প্রতি বছর বিশুদ্ধ পানির পেছনে খরচ হওয়া একটি বড় অংশ বাঁচাতে পারবে জিফোরএস।