ঢাকা-দিল্লি রুটে ফের বিমানের ফ্লাইট

ঢাকা-দিল্লি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে রাষ্ট্রায়ত্ত্ব বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2019, 05:29 PM
Updated : 23 April 2019, 05:29 PM

বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ জানান, আগামী ১৩ মে থেকে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে ফের ফ্লাইট চালু করবেন তারা।

ঢাকা থেকে পরিচালিত দেশি-বিদেশি সব এয়ারলাইন্সের মধ্যে একমাত্র বিমানই ঢাকা-দিল্লি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বলে জানান তিনি।

প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন সোম, বৃহস্পতি ও শনিবার ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী সংস্থা।

শাকিল মেরাজ বলেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৩টায় ফ্লাইটটি ছেড়ে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে। আবার দিল্লির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে ঢাকায় অবতরণ করবে রাত ৯টা ২০ মিনিটে। 

ঢাকা-দিল্লি-ঢাকা রুটে রিটার্ন টিকেট এক মাস মেয়াদে ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩০০ ইউএস ডলার এবং এক বছর মেয়াদি টিকেটের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩২০ ইউএস ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষিত এই ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে বিমান কর্তৃপক্ষ টিকেট মূল্যের ওপর ১৫ শতাংশ ছাড় ঘোষণা করছে।

আগামী ৩০ মের মধ্যে যারা টিকেট কিনবেন তারা এই ছাড় পাবেন।