বিদ্যুৎ-জ্বালানি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনার্জি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2019, 11:54 AM
Updated : 12 March 2019, 12:02 PM

সাভারে ব্র্যাক সিডিএমএ এর সম্মেলন কক্ষে তিনদিনব্যাপী এ সম্মেলন হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী এবং দেশ-বিদেশের খ্যাতনামা জ্বালানি বিশেষজ্ঞরা অংশ নেবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক এই সম্মেলন বিদ্যুৎ-জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের সাথে বাংলাদেশের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ব্র্যাক ইউনিভার্সিটির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ।

তিন দিনের সম্মেলনের বিভিণ্ন অধিবেশনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনার্জি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং’ এ এনার্জি ট্রানজিশন, ইলেকট্রিক পাওয়ার গ্রিড,ক্রস বর্ডার পাওয়ার এক্সচেঞ্জ, বাংলাদেশে পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ক শিক্ষার অবকাঠামো ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারসহ মোট ৩৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

১৬ মার্চ সম্মেলনের শেষ দিন সেরা গবেষকদের হাতে পুরস্কার তুলে দেবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব আহমেদ কায়কাউস।