এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশনে নতুন নেতৃত্ব

বেসরকারি বিমান অপারেটরদের সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) নতুন নেতারা দায়িত্ব গ্রহণ করেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2019, 01:11 PM
Updated : 19 Feb 2019, 01:11 PM

সোমবার রাজধানীর মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান কার্যালয়ে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

গত ৯ ফেব্রুয়ারি সংগঠনের নির্বাচনে স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ফের সভাপতি নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

কোষাধ্যক্ষ হয়েছেন ইমপ্রেস এভিয়েশনের জেড মাহমুদ মামুন। সাংগঠনিক সম্পাদক বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের রাকিবুল কবির, প্রকাশনা সম্পাদক স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের মোহাম্মদ আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক বিআরবি এয়ারলাইন্সের মোহাম্মদ পারভেজ রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া নতুন কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মেঘনা এভিয়েশনের মোস্তফা কামাল, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির মোহাম্মদ ইউনুছ, ব্লু ফ্লাইং একাডেমীর আব্দুল্লাহ আল জহির স্বপন, পারটেক্স এভিয়েশনের রুবেল আজিজ এবং জিএমজি এয়ারলাইন্সের আশীষ রায় চেীধুরী।  

বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে ২০১২ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়।