ফেয়ার ইলেকট্রনিক্সের বিক্রয় সম্মেলন

ফেয়ার ইলেকট্রনিক্সের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2019, 11:47 AM
Updated : 17 Feb 2019, 11:47 AM

‘মিশন পসিবল’ শীর্ষক এই সম্মেলনে স্যামসাং স্মার্ট প্লাজার আউটলেট ম্যানেজার, জেডওএম এবং  এমওটিএমরা উপস্থিত ছিলেন।

১৫ ও ১৬ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরে ফেয়ার একাডেমীতে এই সম্মেলন হয়ে বলে প্রতিষ্ঠfনটির সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

ফেয়ার ইলেকট্রনিক্স ফেয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি স্যামসাং মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেনের অনুমোদিত প্রস্তুতকারক ও বিপননকারী।

ঢাকা থেকে ৫০ কিলোমিটার দূরে নরসিংদীর শিবপুর উপজেলার কামারগাঁওয়ে ফেয়ার ইলেকট্রনিক্স বিশাল কারখানাতেই তৈরি এবং সংযোজন হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের এ সব পণ্য।

বাংলাদেশি কোম্পানি ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড  ৬০০ কোটি টাকা বিনিয়োগ করে ১৬ একর জমির উপর গড়ে তুলেছে এই কারখানা।

সম্মেলনে ফেয়ার গ্রুপের চেয়াম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, “টেকসই উন্নয়নের সাথে মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বিক্রয় ব্যবস্থাপনার ক্ষেত্রে ২০১৮ সালে আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছি।

“আমি বিশ্বাস করি সকলের ঐকান্তিক চেষ্টা ও পরিশ্রমে ফেয়ার ইলেকট্রনিক্স ২০১৯ সালে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।”

সম্মেলনে অন্যদের মধ্যে ফেয়ার গ্রুপের পরিচালক ( অপারেশন) ফিরোজ মোহাম্মদ, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর, প্রডাক্ট ম্যানেজার মুশফিকুর রহমান, সেলস ম্যানেজার এস এম সাইফুল ইসলাম, চ্যানেল সেলস ম্যানেজার মোসলেহ উদ্দীন আরজুসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রতিষ্ঠানের সহকর্মীদের মধ্যে দক্ষতা ও আন্তরিকতা বাড়ানোর লক্ষে বিভিন্ন উদ্দীপনামূলক কার্যক্রম আয়োজন করা হয়।