স্পিড ‘বাংলা লিখি বাংলায়’ প্রতিযোগিতা

বাংলা ভাষার বিকৃতি নিয়ে তরুণ প্রজন্মকে সচেতন করতে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেভারেজ ব্র্যান্ড স্পিড আয়োজন করেছে ‘বাংলা লিখি বাংলায়’ প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2019, 12:40 PM
Updated : 16 Feb 2019, 12:40 PM

বৃহস্পতিবার থেকে প্রতিযোগিতাটি শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিদিন সেরা ১০ জন প্রতিযোগী পাবেন ১ কেস করে স্পিড ক্যান এবং প্রতিযোগিতা শেষে সেরা ৩ জন পাবেন ৩টি আকর্ষণীয় স্মার্টফোন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে লগ-ইন করে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই প্রতিযোগীর মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস চেয়ে অনুমতি নেয়া হবে।

এই সকল ধাপ পেরোনোর পর প্রতিযোগী একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন যেখানে কিছু বাংলা লেখা থাকবে। প্রতিযোগীকে সেই লেখাটি পুনরায় লিখতে হবে নিচের বক্সে। উপরে একটি সময় পরিমাপক দেখা যাবে, যেখানে প্রতিযোগী নিজেই, তিনি কত সময় নিয়েছেন তা দেখতে পাবেbG

দ্রুত সময়ে সফলভাবে লেখা শেষ হলে প্রতিযোগীকে সেরার তালিকা দেখানো হবে যেখানে তিনি দ্রুত সময়ে লেখা শেষ করেছে এমন শীর্ষ ৩ জন এবং সারাদিনের সেরা ১০ জনের নাম দেখতে পাবেন।

বিস্তারিত জানা যাবে স্পিডের ফেইসবুক পেইজের মাধ্যমে।