আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে আইপিডিসি

আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ‘বেস্ট রিটেইল ফাইন্যান্স কোম্পানি’ হিসেবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড-আইএফএ পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2019, 12:20 PM
Updated : 21 Jan 2019, 12:20 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার্স হোটেলে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আইপিডিসির পক্ষে পুরস্কার গ্রহন করেন ব্যবস্থপনা পরিচালক মমিনুল ইসলাম।

মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ ও আফ্রিকা অঞ্চলের অর্থ, ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনা, ব্রোকারেজ, বীমা, জ্বালানি, তেল ও গ্যাস, সরবরাহ ও ইউটিলিটি খাতের শীর্ষ কর্মকর্তারা আইএফএ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আইপিডিসির বোর্ড এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সামীর আহমেদ, ডিএমডি ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজওয়ান ডি শামস, ডিএমডি ও হেড অব রিটেইল বিজনেস কায়সার হামিদ, হেড অব ডিস্ট্রিবিউশন সাভরিনা আরিফিন এবং হেড অব কর্পোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস উপস্থিত ছিলেন।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত আইপিডিসি বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান।

আর করপোরেট এবং পেশাদারি নৈপুণ্যের স্বীকৃতি দিতে প্রতি বছর পুরস্কার দেয় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স।