শাহ্জালাল ব্যাংকের নতুন পর্ষদ

আক্কাচ উদ্দিন মোল্লা শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2019, 03:13 PM
Updated : 17 Jan 2019, 03:13 PM

ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ ইউনুছ এবং আব্দুল বারেক।

বুধবার পরিচাললনা পর্ষদের ২৭৪তম সভায় তারা নির্বাচিত হয়েছেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আক্কাচ উদ্দিন মোল্লা ঢাকার নবাবগঞ্জ থানায় ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শেষে তিনি বাংলাদেশের পর্তানি আয়ের প্রধান খাত তৈরী পোশাক শিল্পে নিজেকে নিয়োজিত করেন এবং একাধিক তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন।

তিনি রাসেল স্পিনিং মিলস, রাসেল গার্মেন্টস, ইকরাম স্যুয়েটার্স, রাসেল নিটিং, রাসেল ওয়াশিং প্লান্ট, শাহান কালার্স, তানিয়া কটন মিলস এবং পিএনআর ফাসেনারের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক।

ওসমান মেমোরিয়াল হাসপাতাল এবং ওসমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি।       

নতুন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ১৯৫৮ সালে মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি দুই দশক ধরে কাগজ, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন।

আরেক ভাইস চেয়ারম্যান আব্দুল বারেক শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের একজন উদ্যোক্তা পরিচালক।

তিনি আরজু ইলেকট্রনিক্স, জনি ইলেকট্রনিক্স এবং রনি ইলেকট্রনিক্স-এর স্বত্বাধিকারী।