বাণিজ্য মেলায় ‘ঝটপট’

বাণিজ্য মেলার দর্শনার্থীদের ‘সাশ্রয়ী দামে’ স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের ঘোষণা দিয়েছে রেডি খাবারের জনপ্রিয় ব্র্যান্ড ‘ঝটপট’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2019, 01:39 PM
Updated : 15 Jan 2019, 01:39 PM

বাণিজ্য মেলার ১২ নম্বর প্যাভিলিয়নে ‘ঝটপট’ ব্র্যান্ডের পণ্য সাজানো হয়েছে।

৯ জানুয়ারি শুরু হয়েছে মাসব্যাপী ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০৫টি প্যাভিলিয়ন অংশ নিয়েছে।

মঙ্গলবার প্রাণ আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকেন বিরিয়ানী, পরোটা, শিঙারা, সমুচা, রুটি, চিকেন স্প্রিং রোল, চিকেন নাগেট, চিকেন পেটি, চিকেন সসেজ, পুরি, পপকর্ন, স্ট্রিপস, ফ্রেঞ্চফ্রাইসহ বিভিন্ন ফ্রোজেন ফুড বিক্রি হচ্ছে ঝটপটের প্যাভিলিয়নে।

পণ্যভেদে সব খাবারের দামে ১০ টাকা থেকে সর্বোচ্চ ১২০ টাকা পর‌্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা।

‘ঝটপট’ ফ্রোজেন ফুডস এর অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার আনিসুল ইসলাম বলেন, পরোটা, শিঙ্গাড়া, সমুচা, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন নাগেটসহ নিত্যকার খাবারের জন্য সবাইকে ছুটতে হতো রেস্টুরেন্ট বা হোটেলে।

“এখন সেই ধারণায় পরিবর্তন আসতে শুরু করেছে। এসব নিত্য প্রয়োজনীয় খাবার এখন পাওয়া যাচ্ছে প্যাকেটজাত অবস্থায়।”

“এবারের ঝটপটের প্যাভিলিয়নে সবচেয়ে বড় আকর্ষণ মাত্র ১৫০ টাকায় চিকেন বিরিয়ানি।”

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন “মুখরোচক খাবারে ক্রেতারা স্বাস্থ্যের বিষয়টি সবার আগে মাথায় রাখেন। ঝটপট এর খাবার টেস্টিং সল্ট ও ক্ষতিকর প্রিজারভেটিভ মুক্ত। ঝটপট ফ্রোজেন ফুড পণ্য উৎপাদনে কমপ্লায়েন্স নিশ্চিত করায় বিআরসি ও আইএসও সনদ অর্জন করেছে।”

“আমরা ক্রেতাদের খুব ভাল সাড়া পাচ্ছি। শুধু দেশের বাজারে নয়, গুণগত মানের কারনে ঝটপট বর্তমানে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইটালি, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরের বাজারেও ভাল করছে।”