চট্টগ্রামে এসবিএসি ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

বেসরকারি সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন চট্টগ্রামে হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2019, 11:42 AM
Updated : 12 Jan 2019, 11:43 AM

শনিবার চট্টগ্রামের ফ্লাই ভিউ রেস্টুরেন্টে ২০১৯ সালের এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালে ব্যাংকটির আমানতের পরিমাণ ছিল পাঁচ হাজার ৯২৭ কোটি টাকা, ২০১৭ সাল শেষে যা ছিল পাঁচ হাজার ১২ কোটি টাকা। আর ২০১৮ সালে ব্যাংকের ঋণের পরিমাণ ছিল পাঁচ হাজার ২৫ কোটি টাকা,যা আগের বছরে ছিল চার হাজার ৩২৮ কোটি টাকা।

২০১৮ সাল শেষে এসবিএসি ব্যাংক ২০৫ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে; যা ২০১৭ সাল শেষে ছিল ১৮২ কোটি টাকা। সে হিসেবে গত বছরে ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ২৩ কোটি টাকা বা ১২ দশমিক ৬৩ শতাংশ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ব্যাংকের উদ্যোক্তা মাকসুদুর রহমান,ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব,উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ সেলিম চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের এসইভিপি শফিউদ্দিন আহমেদ ও কামাল উদ্দিন,হেড অব আইটি মিজানুর রহমান,হেড অব ট্রেজারি মোহাম্মদ আসাদুল হক,সিএফও মাসুদুর রহমান,হেড অব ব্যাংকিং অপারেশন আবু বায়জিদ শেখ,হেড অব ক্রেডিট আব্দুল মান্নান এবং হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজম প্রমুখ।