বাণিজ্য মেলায় বিকাশের ক্যাশব্যাক অফার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আকর্ষণীয় ক্যাশব্যাক অফার দিচ্ছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2019, 03:37 PM
Updated : 10 Jan 2019, 03:43 PM

বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে বাণিজ্যমেলার প্রবেশ গেট অথবা অনলাইন থেকে টিকেট কিনে গ্রাহক ৫০ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক পাওয়া যাবে বলে বৃহস্পতিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজধানীর শেরে বাংলা নগরে মেলা মাঠে বুধবার থেকে শুরু হয়েছে বাণিজ্য মেলা। চলবে ৮ ফেব্রুয়ারি পর‌্যন্ত।

মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা।

এছাড়া মেলায় বিকাশের বুথে এসে নতুন বিকাশ একাউন্ট খুলে মেলায় বিনামূল্যে প্রবেশের সুবিধা নিতে পারেন। ক্যাশব্যাক অফারটি মেলার শেষদিন পর্যন্ত চলবে।

প্রবেশ টিকেট ছাড়াও বাণিজ্যমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলে রয়েছে বিকাশে পেমেন্ট করে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করার সুযোগ।

একজন বিকাশ গ্রাহক একদিনে প্রবেশ টিকেটে সর্বোচ্চ ৩০ টাকা এবং মেলাচলাকালীন পুরো সময়ে সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

আর মেলার অভ্যন্তরে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

বিকাশের ক্যাশব্যাক অফার পাওয়া যাবে এমন প্রতিষ্ঠানের তালিকা বিকাশের ওয়েবসাইটে পাওয়া যাবে।

যে কোন প্রাপ্তবয়স্ক নাগরিক জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এবং একটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে বাণিজ্য মেলায় বিকাশ বুথে এসে বিনামূল্যে বিকাশ একাউন্ট খুলতে পারবে।