রূপালী চৌধুরী বিপিএমএর নতুন সভাপতি

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী পেইন্ট উৎপাদনকারীদের সংগঠন-বিপিএমএর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 11:43 AM
Updated : 11 Dec 2018, 11:44 AM

সাধারণ সম্পাদক হয়েছেন ডানকান পেইন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান শহীদ খান।

২০১৯-২০২০ সালের জন্য তারা সংগঠনটির শীর্ষ পদের এই দুই দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি বিপিএমএর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত নেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিপিএমএ (বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন)  পেইন্ট উৎপাদনকারী ছাড়াও দেশের পেইন্ট ইন্ড্রাষ্ট্রির সমস্যা সমাধানে কাজ করে চলেছে।

উন্নতমানের পেইন্ট উৎপাদনে উৎসাহ ও স্বীকৃতি প্রদানও এ সংগঠনের অন্যতম লক্ষ্য।

রূপালী চৌধুরী দেশের বহুজাতিক প্রতিষ্ঠানের প্রথম মহিলা ম্যানেজিং ডিরেক্টর। ২০০৮ সালে তিনি বার্জার পেইন্টস্-এ ম্যানেজিং ডিরেক্টর পদে যোগদান করেন।

তিনি দুইবার ফরেন ইনভেস্টরস্ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রেসিডেন্ট ছিলেন।

বিপিএমএর  নতুন পরিচালনা পরিষদের অন্য সদস্যরা হলেন-জ্যেষ্ঠ সহ-সভাপতি শফিকুল্লাহ খান (পেইলাক পেইন্ট)। তিন জন সহ-সভাপতি হলেন-নূরুজ্জামান (ইমপেরিয়াল পেইন্ট), ইঞ্জিনিয়ার আবদুর রহমান (এ্যংকার পেইন্ট) এবং হামিদুল ইসলাম (উজালা পেইন্ট)