জার্মান রাষ্ট্রদূতের বেক্সিমকো পার্ক পরিদর্শন

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোল্জ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 12:01 PM
Updated : 15 Nov 2018, 12:01 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ৩৫০ একর জমির উপর গড়ে উঠা কারখানাগুলো পরিদর্শন করেন জার্মান দূত।

স্বাস্থ্যসম্মত পরিবেশে ৪০ হাজার কর্মী এই পার্কে কাজ করছেন। বেক্সিমকোর এই কর্মীদলে পাঁচশ’র বেশি শারিরিক প্রতিবন্ধী রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরিদর্শনের সময় প্রতিবন্ধীদের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি দিতে এবং তাঁদের অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে কাজ বেক্সিমকোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে জিআইজেড সমন্বিত কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণ দেয়। প্রতিবন্ধীবান্ধব কর্মস্থল সাজাতে সহযোগিতা করে। একইসাথে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় দক্ষতার উন্নয়ন এবং মনোবল প্রদান করেন।