ঘরে বসে ভার্চুয়ালি দেখা যাবে পছন্দের প্রপার্টি

বাংলাদেশে প্রথমবারের মতো ঘরে বসে পছন্দের প্রপার্টি দেখার সুবিধা চালু করেছে আবাসন বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম বিপ্রপার্টি ডটকম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 01:03 PM
Updated : 14 Nov 2018, 01:03 PM

অর্থাৎ কেনা বা ভাড়া নেওয়ার জন্য অনলাইনে জমি-ফ্ল্যাট দেখার সুবিধা চালু করেছে বিপ্রপার্টি।

বুধবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রেতা এবং বিক্রেতাকে তাদের জমি বা ফ্ল্যাট কেনা-বেচার সেবা দিতে বিপ্রপার্টি ডটকম রিয়েল এস্টেটের বিভিন্ন অপশন ভার্চুয়ালি দেখানোর এই নতুন সেবা চালু করেছে।

এই সেবার মাধ্যমে জমি বা ফ্ল্যাটের মালিক ও ক্রেতাদের একই প্ল্যাটফর্মে আনা সম্ভব হবে মনে করছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘৩৬০-ডিগ্রি ভার্চুয়াল ট্যুর’ সুবিধা চালুর মাধ্যমে আবাসন খুঁজতে গিয়ে গ্রাহকরা নতুন অভিজ্ঞতা পাবেন।

আগ্রহীরা জমি-ফ্ল্যাটের সবদিকের ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে (জুম ইন, জুম আউট) দেখতে পাবেন। রুম বা এলাকা দেখতে চাইলে স্ক্রিনের বাম পাশের মেন্যু থেকে সিলেক্ট করে দেখা যাবে।

স্ক্রিনের ওপরের অংশে প্রয়োজন ও পছন্দ অনুযায়ী (পারসোনালাইজড) ‘প্রপার্টি সিলেক্ট’ করার সুবিধা থাকবে। এছাড়া সেখানে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) সুবিধা চালুর অপশনও থাকবে।

এই সুবিধার আওতায় বর্তমানে শুধুমাত্র ঢাকায় ১ হাজার ফ্ল্যাট-জমি দেখা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।