মাইন্ডকারেন্টের সঙ্গে ডব্লিউআইএল এর চুক্তি

নারীর ‘অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে’ মাইন্ডকারেন্ট এবং উইমেন ইন লিডারশিপের (ডব্লিউআইএল) মধ্যে একটি চুক্তি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 02:10 PM
Updated : 12 Nov 2018, 02:10 PM

হোটেল লো মেরিডিয়ানে সম্প্রতি ‘উইমেন অব এক্সিলেনস ২০১৮’ অনুষ্ঠানে এই চুক্তি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এ চুক্তির আওতায় ডব্লিউআইএল এর ‘মেন্টররা’ মাইন্ডকারেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের নারী সদস্যদের কর্মদক্ষতা বাড়াতে এবং ক্যারিয়ারের অগ্রযাত্রায় সহায়তা করবেন।

মাইন্ড-কারেন্টের মেন্টররা অনলাইনে ক্লাস নেন বলে ঢাকা ও ঢাকার বাইরের লাখো শিক্ষার্থীর তাতে অংশ নেওয়ার সুযোগ থাকে।

মাইন্ড-কারেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাহাদুর খান বলেন, “আমরা শহর ও গ্রামের মধ্যে শিক্ষার পার্থক্য দূর করতে চাই।

“কেউ যে কোনো স্থানে বসেই ভালো শিক্ষক, শিক্ষা উপকরণ ও পদ্ধতি গ্রহণের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবেন। আমাদের বিশ্বাস এ চুক্তি আমাদের সকল প্রয়াসকে আরও গতিশীল করবে।”

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও এডিটর শরিফুল ইসলাম, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক ও ক্রিয়েটিভ এডিটর নাজিয়া আন্দালিব প্রেমা, মাইন্ড-কারেন্ট এর সিইও জামান মো. বাহাদুর খান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।