স্পার আলোকচিত্র প্রদর্শনীতে নিসর্গ-জলের মেলবন্ধন

কোনোটি সাদাকালোয় বিমূর্ত, আবার কোনোটি উজ্জ্বল রঙিন; নিসর্গে জলের এমনই সব মোহনীয় বিভঙ্গ ধরা দিয়েছে আলোকচিত্রীর ক্যামেরায়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 11:50 AM
Updated : 12 Nov 2018, 11:50 AM

‘স্পা ট্যুর ডি রেইনবো- ফটোগ্রাফি কম্পিটিশন’ থেকে পাওয়া আলোকচিত্র নিয়ে সোমবার রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হয়েছে তিন দিনের এ প্রদর্শনী।

স্পার মার্কেটিং বিভাগের কর্মকর্তা রেজাউল করিম বলেন,  “পানি ও প্রকৃতির সম্মিলিত প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এবারের আয়োজনে। প্রতিযোগিতার জমা পড় বেশ কিছু চিত্তাকর্ষক ছবি এ  প্রদর্শনীতে স্থান পেয়েছে।”

‘স্পা ট্যুর ডি রেইনবো- ফটোগ্রাফি কম্পিটিশন’ শিরোনামে দ্বিতীয়বারের মত আয়োজিত এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে চার হাজার ৫০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন।

প্রতিযোগিতায় জমা পড়া পাঁচ হাজার ৩০০ আলোকচিত্র থেকে বাছাই করা ১২০টি ছবি দেখানো হচ্ছে প্রদর্শনীতে।

এ আয়োজনের পৃষ্ঠপোষক মাইদুল ইসলাম জানান, প্রতিযোগিতার বিচারকরা ১২০টি ছবির মধ্যে ১৫টি ছবি সেরা হিসাবে নির্বাচন করবেন। ওই ১৫ ছবির আলোকচিত্রী ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে তিন রাত চার দিন থাকার সুযোগ পাবেন। সেখানে তারা প্রবীণ আলোকচিত্রীদের কাছ থেকে ছবি তোলার বিষয়ে শেখার সুযোগ পাবেন।

বুধবার রাত ৮টা পর্যন্ত এই আলোকচিত্র প্রদর্শনী চলবে।