ফ্রান্সের সিয়াল ফুড ফেয়ারে প্রাণ

ফ্রান্সে খাদ্যপণ্যের মেলা সিয়াল ফুড ফেয়ারে নবমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2018, 12:41 PM
Updated : 21 Oct 2018, 12:41 PM

২১ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচদিনের এ মেলায় দুইটি স্টলে পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন করছে প্রাণ।

প্যারিসের নর্ড ভিলপান্তে প্রদর্শনী কেন্দ্রে এই মেলায় বিশ্বের ১০৯টি দেশের প্রায় সাত হাজার প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুস এন্ড বেভারেজ, কনফেকশনারি, স্ন্যাকস, বিস্কুট এন্ড বেকারি, কুলিনারি, মসলা ও হিমায়িত পণ্য দিয়ে প্রাণ তাদের স্টলগুলো সাজিয়েছে। এলোভেরা জুস, গামি ক্যান্ডি, প্রোটিন বার, চকোলেট কোটেড কোকোনাট বার, চকোলেট কুকিজ, স্ন্যাকস নুডলসসহ বিশটি নতুন পণ্য মেলায় এনেছে প্রাণ।

প্রাণ এক্সর্পোট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান জানান, সিয়াল ফুড ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেয়।

“এ মেলায় অংশগ্রহণের মূল উদ্দেশ্য হল নতুন নতুন ক্রেতা খোঁজার মাধ্যমে প্রাণ গ্রুপের রপ্তানি আয় বৃদ্ধি করা। তাছাড়া এই মেলার মাধ্যমে বৈশ্বিক খাদ্যপণ্যের বাজার সম্পর্কে ধারণা পাওয়া যায়, যা কাজে লাগিয়ে প্রাণ নতুন নতুন পণ্য তৈরি করে।”  

বিশ্বের ১৪১টি দেশে প্রাণ পণ্য রপ্তানি হচ্ছে। ২০১৭-১৮ অর্থবছরে ৩৩০ মিলিয়ন ডলারের বিভিন্ন পণ্য রপ্তানি করেছে প্রাণ গ্রুপ।