হুয়াওয়ে বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর

বাংলাদেশে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কেলভিন ইয়াং।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2018, 04:48 PM
Updated : 11 Oct 2018, 04:48 PM

কেলভিন ঢাকা থেকে প্রযুক্তিপণ্য ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির হুয়াওয়ে বিজনেস গ্রুপের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন এবং কৌশলগত পরিকল্পনা প্রদান করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চীনের হুনান ইউনিভার্সিটির ছাত্র কেলভিন হুয়াওয়েতে যোগ দেন ২০১০ সালে। পরে তিউনিসিয়ার কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন, দায়িত্ব পালন করেন চীনেও।

হুয়াওয়ে আশা করছে, বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে হুয়াওয়ের এগিয়ে যাওয়ার এ সময়ে কেলভিনের দায়িত্বগ্রহণ প্রতিষ্ঠানটির ব্যবসাকে আরও সমৃদ্ধ করবে।

হুয়াওয়ে এখন বিশ্বের ১৭০টিরও বেশি দেশে প্রযুক্তি পণ্যের ব্যবসা বিস্তার করেছে।

যুক্তরাষ্ট্র, জার্মানি সুইডেন, রাশিয়া, ভারত ও চীনে হুয়াওয়ের মোট ১৪টি গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) সেন্টার রয়েছে। হুয়াওয়ের তিনটি বিজনেস ইউনিটের মধ্যে রয়েছে হুয়াওয়ে কনজ্যুমার বিজি, যারা কাজ করে স্মার্টফোন, পিসি, ট্যাবলেট এবং ক্লাউড সেবা নিয়ে।