বীমা সুবিধা পাবেন ‘পাঠাও’র চালক-যাত্রী

সড়ক চলাচলে ‘নিরাপত্তা নিশ্চিতে’ দুর্ঘটনার শিকার চালক ও যাত্রীদের জন্য বীমা সুবিধা চালু করতে যাচ্ছে রাইড শেয়ারিং সেবাদাতা পাঠাও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2018, 11:02 AM
Updated : 25 Sept 2018, 11:02 AM

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ডটলাইন বাংলাদেশের লিমিটেডের সাথে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী ডটলাইন বাংলাদেশের আইআর ইন্স্যুরেন্স ব্র্যান্ড কার্নিভালের অধীনে ‘কাস্টমাইজ ইন্স্যুরেন্স’ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ‘পাঠাও’র চালক ও যাত্রীদের।

অনুষ্ঠানে পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন এম ইলিয়াস বলেন, “সড়কে চালক ও ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই এই বীমা সেবা চালু হল।”

ডটলাইন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মেহেদী ও ‘পাঠায়’র সিইও হুসেইন এম ইলিয়াস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ট্রিপের সময় দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য এক লাখ টাকা এবং আহত হয়ে অক্ষম হলে এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।

এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হলে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।

ডটলাইন বাংলাদেশের সার্বিক সহায়তায় ক্ষতিপূরণের টাকা দেবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। 

অনুষ্ঠানে ডটলাইন বাংলাদেশের সিইও হাসান মেহেদী বলেন, “পাঠাওয়ের প্রতিটি ট্রিপ বীমা সুবিধার আওতায় থাকবে। দুর্ঘটনাগ্রস্তদের এই সুবিধা পেতে কোনো ধরনের কাগজপত্র বা অফিসে আসার প্রয়োজন পড়বে না, ঘরে বসেই এই সুবিধা নিতে পারবেন তারা।”

পাঠাও থেকে জানানো হয়, দুর্ঘটনার পর ১৫ থেকে ৬০ দিনের মধ্যে বীমা সুবিধা দাবি করতে পারবেন চালক ও যাত্রীরা।

এজন্য ‘পাঠাও’ অ্যাপের হিস্টোরিতে গিয়ে ‘রিপোর্ট ইস্যু’ বাটনে ক্লিক করে দুর্ঘটনাগ্রস্তরা বীমা দাবি জানানো যাবে।

এরপর বীমা দাবির সত্যতা যাচাই করে ‘পাঠাও’র কাস্টমার কেয়ার প্রতিনিধিরা বীমা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তা পৌঁছে দেবেন। রিপোর্ট করার পর তিন থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে ক্ষতিপূরণ মিলবে।

“অনলাইনে সরাসরি বীমা প্রতিষ্ঠানের কাছেও রিপোর্ট করতে পারবেন ক্ষতিগ্রস্তরা, সেক্ষেত্রে ডাক্তারের প্রেসক্রিপশন ও ডেথ সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করা ছাড়া অন্য কোনো ঝক্কি পোহাতে হবে না,” বলেন ডটলাইন বাংলাদেশের সিইও হাসান মেহেদী।

তিনি আরও জানান, ব্যবহারকারী ও চালক ছাড়াও ব্যবহারকারীর কোনো সঙ্গীও যদি ট্রিপে উপস্থিত থাকে এবং দুর্ঘটনার শিকার হয়, তারাও বীমা সেবার আওতায় থাকবেন।

অনুষ্ঠানে ‘পাঠাও’র সিটিও সিফাত আদনান, ভাইস প্রেসিডেন্ট অব রাইডস কিশোর হাশমিসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।