ঢাকা জেলার ট্রাফিক মামলার জরিমানা ইউক্যাশে

ঢাকা মহানগরের পাশাপাশি ঢাকা জেলার ট্রাফিক মামলার জরিমানার টাকাও ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মোবাইল ফাইনানশিয়াল সার্ভিস- ইউক্যাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 03:41 PM
Updated : 12 Sept 2018, 03:41 PM

ঢাকা জেলা পুলিশ মঙ্গলবার এ বিষয়ে ইউসিবির সঙ্গে একটি চুক্তি করেছে বলে ব্যাংকটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তি অনুযায়ী, ইউক্যাশের এজেন্ট পয়েন্ট বা ব্যক্তিগত ইউক্যাশ অ্যাকাউন্টের মাধ্যমে ঢাকা জেলার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ করা যাবে।

ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ও ইউসিবির হেড অব ইউক্যাশ এটিএম তাহমিদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।