এবার কাঠমান্ডুতে ‘পাঠাও’

বাংলাদেশের অন্যতম রাইড শেয়ারিং কোম্পানি ‘পাঠাও’ দেশের গণ্ডি পেরিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সেবা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 01:55 PM
Updated : 12 Sept 2018, 01:55 PM

কাঠমান্ডুতে অফিস নেওয়া ছাড়াও কিছু কর্মীও নিয়োগ দেওয়া হয়ে গেছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘পাঠাও’ কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির সিইও হুসেইন মো. ইলিয়াস বলেন, “নেপালে যাত্রার মাধ্যমে দেশীয় একটি স্টার্ট আপকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়া হল। ইতিমধ্যে নেপালে রাইডার অন্তর্ভুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।”

প্রাথমিকভাবে কাঠমান্ডুতে মোটর সাইকেলে রাইড শেয়ারিং সেবা চালু করা হবে বলে ‘পাঠাও’র লিড মার্কেটিং ম্যানেজার সৈয়দা নাবিলা মাহবুব জানিয়েছেন।

২০১৫ সালে ঢাকার কিছু এলাকায় সীমিত আকারে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে যাত্রা শুরু করে ‘পাঠাও’। পরের বছর রাইড শেয়ারিং সেবা চালু করে প্রতিষ্ঠানটি।

বর্তমানে রাজধানী ছাড়াও চট্টগ্রাম, সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জে চালু আছে তাদের সেবা।