বেনাপোল থেকে এ বছর ভ্রমণ কর এসেছে ৫৬ কোটি টাকা

বেনাপোল স্থল বন্দর থেকে এ বছর সাড়ে ৫৬ কোটির টাকার বেশি ভ্রমণ কর আয় হয়েছে বলে সোনালী ব্যাংকের বন্দর শাখার ব্যবস্থাপক জানিয়েছেন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2018, 12:23 PM
Updated : 20 July 2018, 12:23 PM

ব্যবস্থাপক এআরএম রকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক বলেন, ২০১৭-১৮ অর্থবছরে যারা ভ্রমণ ভিসায় ভারত গিয়েছেন তাদের কাছ থেকে মোট ৫৬ কোটি ৫৯ লাখ ২৫ হাজার টাকা ভ্রমণ কর আয় হয়েছে।

বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় প্রত্যেক যাত্রীকে ৫০০ টাকা ভ্রমণকর দিতে হয় বলে তিনি জানান।

ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম বলেন, এ সময় ১২ লাখ ৭১ হাজার ৯২৭ যাত্রী বাংলাদেশ থেকে ভারত আর ১২ লাখ ৩২ হাজার ৩০৩ যাত্রী ভারত থেকে বাংলাদেশ এসেছেন।

তবে তাদের মধ্যে কেউ একাধিকবার যাতায়াত করে থাকলে বা কেউ শুধু গিয়ে বা শুধু এসে থাকলে তার আলাদা পরিসংখ্যান তিনি দিতে পারেননি।